কাবিননামা ছাড়া বিয়ে, পরে তা অস্বীকার করে প্রতারণার অভিযোগে করা মামলায় আশরাফ হোসাইন নামের এক শিক্ষকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। গতকাল বুধবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোছা. কামরুন্নাহার এই পরোয়ানা জারি করেন।
পরোয়ানা জারি হওয়া শিক্ষকের নাম আশরাফ হোসাইন। তিনি মানিকগঞ্জের সিঙ্গাইর পাইলট গার্লস হাইস্কুলের সহকারী শিক্ষক। আশরাফ সিঙ্গাইর থানার খাসের চর গ্রামের বাসিন্দা।
মামলার নথি সূত্রে জানা যায়, আশরাফ হোসাইন ২০১৯ সালে ঢাকার আশুলিয়া এলাকার তাসলিমা আক্তার নামের এক নারীকে হলফনামার মাধ্যমে বিয়ে করেন। বিয়ের সময় শিক্ষক আশরাফ তাসলিমার পরিবারকে বলেন, বিয়ে কাজী অফিসে নিবন্ধন করলে তাঁর চাকরির ক্ষেত্রে ক্ষতি হবে। তাসলিমা ও তাঁর পরিবারের সদস্যরা বিষয়টি বিশ্বাস করেন।
একপর্যায়ে আশরাফ কাবিননামা না থাকার সুযোগে আরেকটি বিয়ে করে তাসলিমাকে অস্বীকার করেন। এ ঘটনায় তাসলিমা ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন।
এরপর আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্দেশ দেন। পিবিআই ঘটনার সত্যতা পেয়ে আদালতে প্রতিবেদন দাখিল করে।