হোম > ছাপা সংস্করণ

উন্নয়ন তদারকির ক্ষমতা পাচ্ছেন না ডিসিরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কমিটি গঠন করে জেলা পর্যায়ে উন্নয়ন প্রকল্প তদারকিতে জেলা প্রশাসকেরা (ডিসি) প্রস্তাব দিলেও তা আমলে নেয়নি সরকার। কমিটি না করেই আইন অনুযায়ী প্রকল্পগুলোতে প্রয়োজনীয় তদারকি করতে ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের প্রথম দিন গতকাল মঙ্গলবার অর্থ, পরিকল্পনা এবং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের কার্য-অধিবেশন শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এ তথ্য জানান।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘জেলা প্রশাসকেরা চেয়েছিলেন প্রকল্প বাস্তবায়নে যেন জেলা পর্যায়ে কমিটি করা হয়। আমরা বলেছি, কমিটি করার প্রয়োজন নেই। নিজের এলাকার ভেতরে কাজ দেখার অধিকার ডিসিদের আছে। আমরা আপনাদের সঙ্গে ঘন ঘন যোগাযোগ করি, চিঠি দিই। সে অনুযায়ী আপনারা কাজ করবেন। আর কিছু প্রয়োজন হলে আমরা তো আছি।’

নিজেও ডিসি ছিলেন জানিয়ে মান্নান বলেন, ‘যথেষ্ট দায়িত্ব, ক্ষমতা ডিসিদের হাতে আছে। এটাকে প্রয়োগ করা প্রয়োজন। সে জন্য ব্রিটিশ ধারণার যে ইনস্পেকশন, সেটার প্রয়োজন নেই। তাঁরা দেখতে যাবেন, ওভার সি করবেন, সেটা আরও বেশি করে করার জন্য ডিসিসাবদের অনুরোধ করেছি।’

বিদ্যমান আইনেই ডিসিদের উন্নয়ন প্রকল্প দেখভালের দায়িত্ব দেওয়া আছে বলে উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘এটা তো অলরেডি বিধান আছে, আমি এটা বলে দিয়েছি। তাঁদের এলাকায় যেসব প্রকল্প আছে, জেলা প্রশাসকেরা সেগুলো দেখতে পারেন। দেখা মানে কিন্তু ইনস্পেকশন নয়, ইনস্পেকশন শব্দটা ভয়ংকর। পরিদর্শন অর্থে বলেছি। যাওয়া-আসা, খোঁজখবর নেওয়া। সেটাকে আমরা আন্ডারলাইন করেছি।’

সরকারি প্রকল্পে ‘বিদেশি ঋণ’ বোঝাতে ‘সহায়তা’ শব্দ ব্যবহারে ডিসিদের সচেতন করা হয়েছে বলে জানান পরিকল্পনামন্ত্রী মান্নান। তিনি বলেন, ‘সহায়তা শব্দটা যেন সাবধানে ব্যবহার করা হয়, সেদিকে আমি জোর দিয়েছি। কারণ এটা শুনলে মনে হয় খয়রাতি। আসলে সহায়তা সেই অর্থে আর নেই। উন্নয়ন বাজেট সম্পর্কে বলতে পারি, আমরা ঋণ হিসেবে বড় একটা অংশ নিই। সহায়তা মাঝে মাঝে আসে, সেটা ১-২ শতাংশও হবে না।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ