হোম > ছাপা সংস্করণ

সবাইকে রাজপথে নামার আহ্বান বিএনপির

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে গতকাল শনিবার দেশে বিভিন্ন স্থানে গণ-অনশন পালন করেছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পার্বত্য চট্টগ্রামের বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটিতেও এই অনশন পালিত হয়েছে।

খাগড়াছড়িতে গণ-অনশন চলাকালে বক্তারা অভিযোগ করেন, বিএনপির চেয়ারপারসন, তিন বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া সরকারের প্রতিহিংসার শিকার।

সরকার আদালতসহ রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে মিথ্যা মামলায় তাঁকে সাজা দিয়েছেন। এখন তাকে বিনা চিকিৎসায় হত্যার ষড়যন্ত্র করছে। এ সময় খালেদা জিয়াকে মুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামার আহ্বান জানান তাঁরা। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:

বান্দরবান: বান্দরবানে গতকাল বিকলে জেলা কার্যালয়ে গণ-অনশন কর্মসূচি পালন করেছে বিএনপি ও এর সংগঠনের নেতা-কর্মীরা। এতে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সাংসদ সদস্য সাচিং প্রু জেরী।

জেলা বিএনপির সহসভাপতি অধ্যাপক মো. ওসমান গণির সভাপতিত্বে এতে দেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মজিবুর রশিদ, দপ্তর সম্পাদক আবু মুছা; জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক জাহাঙ্গীর আলম, পৌর বিএনপির সভাপতি নাছির উদ্দিন চৌধুরী, বিএনপি নেতা ক্যহ্লাউ মারমা, জেলা যুবদলের সাবেক সভাপতি হারুনুর রশিদ, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক উম্মে কুলসুম লিনা, শিমুল দাশ প্রমুখ।

খাগড়াছড়ি: খাগড়াছড়ি জেলা বিএনপির কার্যালয়ের সামনে গতকাল বিকেল ৪টা পর্যন্ত গণ-অনশন করেছে সংগঠনের নেতা-কর্মীরা। এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি ক্ষেত্র মোহন রোয়াজা, কংচাইরী মারমা; যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু; সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, আবু তালেব, খনি রঞ্জন ত্রিপুরা; অর্থ সম্পাদক মুফিজুর রহমান, প্রচার সম্পাদক আহসান উল্লাহ মিলন।

রাঙামাটি: রাঙামাটিতে গণ-অনশন কর্মসূচি পালন করেছে বিএনপিসহ এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। গতকাল সকালে শহরের কাঁঠালতলি জেলা বিএনপি কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনশন চলাকালে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সহসম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান, জেলা বিএনপির সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক দীপন তালুকদার, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, ছাত্রদলের জেলা সভাপতি সাব্বির আহমেদসহ সহযোগী সংগঠনের নেতারা।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ