হালুয়াঘাট প্রতিনিধি
হালুয়াঘাটে কমিউনিটি ক্লিনিক পর্যায়ে কোভিড-১৯ টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। বাড়ির পাশেই কমিউনিটি ক্লিনিকে করোনাভাইরাসের টিকা নিতে পেরে খুশি গ্রামীণ জনপদের মানুষ।
গত বুধবার ধুরাইল ইউনিয়নে কমিউনিটি ক্লিনিকে গণটিকা কার্যক্রম চালানো হয়। সকাল থেকেই ভিড় জমান টিকা নিতে আসা সাধারণ মানুষ। ইউনিয়নের ৯ ওয়ার্ডে সাধারণ মানুষ টিকা নিতে আসেন।
দায়িত্বে থাকা আনোয়ারা খাতুন বলেন, সকাল থেকে মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তবে পুরুষের চেয়ে নারীর উপস্থিতি বেশি ছিল।