বাগেরহাটে জাল টাকাসহ মো. ইব্রাহিম মোল্লা (২২) নামে এক যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার গভীর রাতে বাগেরহাট সদর উপজেলার খানজাহান আলীর মোড় এলাকা থেকে তাঁকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ১০০টি এক হাজার টাকার জালনোট, তিনটি সিমকার্ড ও দুটি মুঠোফোন জব্দ করে র্যাব-৬-এর সদস্যরা।
আটক মো. ইব্রাহিম মোল্লা বাগেরহাট সদর উপজেলার কুলিয়াদাড় গ্রামের বিল্লাল মোল্লার ছেলে। তিনি জালনোট তৈরি ও ক্রয়-বিক্রয় চক্রের সদস্য বলে অভিযোগ র্যাবের। আটক ইব্রাহীমের বিরুদ্ধে মামলা দায়ের করে বাগেরহাট মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সকালে র্যাব-৬-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ এস পি মো. বজলুর রশীদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।