হোম > ছাপা সংস্করণ

কোটচাঁদপুরে ১৭ জন আ.লীগ নেতা বহিষ্কার

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ১৭ নেতাকে বহিষ্কার করেছে কোটচাঁদপুর উপজেলা আওয়ামী লীগ। গতকাল বুধবার সকালে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংগঠনটি।

জানা যায়, আগামী ২৮ নভেম্বর কোটচাঁদপুরে আসন্ন তৃতীয় ধাপের ইউপি নির্বাচন। এ নির্বাচনে আওয়ামী লীগ থেকে ৩০ জন নেতা-কর্মী আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়েছিলেন। এর মধ্যে ৫ জন দলীয় মনোনয়ন পেয়েছেন। বাকিরা দলীয় মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হয়েছেন। তাঁদের বিরুদ্ধে সংগঠনটি বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে।

বহিষ্কৃত নেতারা হলেন, এক নম্বর সাবদারপুর ইউপিতে তাফসিরুজ্জামান তপন ও হিরণ খান। দুই নম্বর দোড়া ইউপিতে আশরাফুল আলম, শামীম আরা হ্যাপি, আবদুল জলিল বিশ্বাস ও জাকির হোসেন মিঠু।

তিন নম্বর কুশনার ইউপিতে গোলাম কিবরিয়া বিপ্লব, আবদুর রশিদ, আতিয়ার রহমান, রওশন আলী।

চার নম্বর বলুহর ইউপিতে নজরুল ইসলাম, রফিউদ্দিন মল্লিক, শাহাজান আলী ও সফিকুর রহমান।

পাঁচ নম্বর এলাঙ্গী ইউপিতে মজনুর রহমান, বদিরুদোজা লাবু, আজিজুর রহমান মানিক।

এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোছা শরিফুননেসা মিকি জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে যারা নৌকার বিরুদ্ধে ভোট করছেন তাঁদের বহিষ্কার করা হয়েছে।

তিনি বলেন বলেন, ‘এরপর ওইসব প্রার্থীদের যারা সহযোগিতা করছেন ও নৌকার বাইরে যে কেউ ভোট করলে তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’

বিষয়টি নিয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহাজান আলী বলেন, ‘যারা এ ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের বাইরে গিয়ে প্রার্থী হয়েছেন, তাঁদের এ বহিষ্কার আদেশ দেওয়া হয়েছে। তবে অনেকের দলীয় পদ নাই। তবে তাঁরা আওয়ামী লীগ নেতা। বিশেষ করে যারা দলীয় মনোনয়ন চেয়েছিলেন।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ