ঢাকার কেরানীগঞ্জে সুফিয়া খাতুন নামের এক অসহায় বিধবা নারীকে ঘর নির্মাণ করে দিয়েছেন কেরানীগঞ্জ মডেল থানা যুবলীগের আহ্বায়ক মো. মনির হোসেন। গতকাল সোমবার সকালে এক অনুষ্ঠানের মাধ্যমে সুফিয়া খাতুনের কাছে ঘরটি হস্তান্তর করেন তিনি।
জানা গেছে, সুফিয়া খাতুনের বাড়ি উপজেলার কেরানীগঞ্জ মডেল থানাধীন শাক্তা ইউনিয়নের কামার্তা গ্রামে। মাসখানেক আগে মালয়েশিয়ায় করোনা আক্রান্ত হয়ে তাঁর স্বামী চান মিয়া মারা যান। স্বামীর অকাল মৃত্যুতে ছয় বছরের একমাত্র শিশুসন্তান নিয়ে বিপাকে পড়ে যান সুফিয়া। এ অবস্থায় অসহায় সুফিয়া খাতুনের পাশে দাঁড়ান মনির হোসেন। তিনি নিজ অর্থায়নে সুফিয়া খাতুনের স্বামীর ভিটেতে ঘর তুলে দেন। গতকাল এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি সেই ঘরের চাবি তুলে দেন সুফিয়া খাতুনের হাতে। এ সময় মনির হোসেন ছাড়াও উপস্থিত ছিলেন যুবলীগের কেন্দ্রীয় সদস্য শাহাবুদ্দিন শাহা।
নতুন ঘর পেয়ে অসহায় সুফিয়া খাতুন বলেন, ‘মাসখানেক আগে মালয়েশিয়ায় করোনা আক্রান্ত হয়ে আমার স্বামী মারা যায়। স্বামীর মৃত্যুতে একমাত্র সন্তান নিয়ে বিপাকে পড়ে যাই। একদিকে সংসার চালানো, অন্যদিকে ঘরভাড়া জোগাড় করা আমার জন্য কষ্টসাধ্য হয়ে পড়ে। নতুন ঘর পেয়ে মাথা গোঁজার ঠাঁই হলো।’
এ বিষয়ে মনির হোসেন বলেন, প্রবাসে স্বামীর মৃত্যু, অন্যদিকে একমাত্র সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন করছিলেন ওই নারী। তাঁর অবস্থা দেখে আমি ব্যক্তি-উদ্যোগে একটি ঘর করে দিয়েছি।’