লক্ষ্মীপুরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রার্থী হওয়ায় আনোয়ার হোসেন চৌধুরী পারভেজ নামের এক বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি সদর উপজেলার শাকচর ইউনিয়ন বিএনপির সদস্যসচিব ছিলেন। তিনি শাকচর ইউপির বর্তমান চেয়ারম্যান ও সদর (পূর্ব) উপজেলা যুবলীগের আহ্বায়ক তোফাজ্জল হোসেন চৌধুরী টিটুর বড় ভাই।
দলীয় সূত্র জানায়, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দ্বিতীয়বারের মতো তাঁকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গত মঙ্গলবার রাতে সদর উপজেলা (পশ্চিম) বিএনপির আহ্বায়ক আব্দুল করিম ভূঁইয়া মিজানের স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
অব্যাহতিপত্রে বলা হয়, গত উপজেলা নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ইউনিয়ন বিএনপির সদস্যসচিব আনোয়ার হোসেন চৌধুরী পারভেজকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়। পরে গত ১০ ডিসেম্বর তাঁর অব্যাহতি প্রত্যাহার করা হয়। কিন্তু ইউপি নির্বাচনে অংশ নিয়ে তিনি আবার দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেন। এতে তাঁকে দলীয় পদ থেকে চূড়ান্তভাবে অব্যাহতি দেওয়া হলো।
এ বিষয়ে আনোয়ার হোসেন চৌধুরী পারভেজ বলেন, ‘আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। আবারও কেন অব্যাহতি দেওয়া হয়েছে তা আমার জানা নেই।’