মনিরামপুর প্রতিনিধি
যশোরের মনিরামপুরে ছাগলে ধান খাওয়াকে কেন্দ্র করে পাঁচজনকে মারধর করা হয়েছে। গত বুধবার উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নের প্রতাপকাটি গ্রামে ঘটনাটি ঘটে। খবর পেয়ে মনিরামপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
আহতরা হলেন প্রতাপকাটি গ্রামের আব্দুল কাদের। তাঁর নাতী মিলন হোসেন, মিজানুর রহমান,জসিম উদ্দিন, আশিকুজ্জামান ও সিরাজুল ইসলাম। আহতদের মনিরামপুর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
আহত আব্দুল কাদেরের ভাইপো শহিদুল ইসলাম বলেন, বুধবার দুপুরে আমার কাকা রাস্তার পাশে একটা ছাগল বাঁধেন। সেখানে ধান খেত ছিল। ছাগলে জমির ধান খায়। এ নিয়ে জমির মালিক মারধর করেন।