হোম > ছাপা সংস্করণ

নৌকার নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগ

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নৌকার প্রার্থীর প্রচার কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে।

গত মঙ্গলবার দিবাগত রাতে ডোয়াইল ইউপির ৩ নম্বর ওয়ার্ডের রায়দের পাড়া আখের আলী মোড়ে এ ঘটনা ঘটে। প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোর্শেদুল আলমের সমর্থকেরা এই অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে বলে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী অভিযোগ করেন।

নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাজ্জাক স্বপন বলেন, গত মঙ্গলবার দিবাগত রাতে ঘোড়া প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোর্শেদুল আলমের সমর্থকেরা তার নির্বাচনী প্রচার কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়। এতে এলাকার ভোটারদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

এ বিষয়ে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোর্শেদুল আলম বলেন, ‘নৌকা প্রার্থীর সমর্থকদের তাণ্ডবে তাঁর সমর্থকেরা প্রচার কাজে মাঠেই নামতে পারছে না। রায়দের পাড়ায় নৌকার নির্বাচনী অফিসে আগুন লাগানোর বিষয়টি তাঁর সর্মথকেরা করেনি বলে তিনি দাবি করেন।

সরিষাবাড়ী থানার ওসি মীর রকিবুল হক বলেন, ডোয়াইল ইউপিতে কোনো নির্বাচনী প্রচার কার্যালয়ে অগ্নি সংযোগের বিষয়ে কেউ অভিযোগ করেননি।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ