হোম > ছাপা সংস্করণ

কুষ্টিয়ার ১১ ইউপিতে ৫৮ জন চেয়ারম্যান প্রার্থী

কুষ্টিয়া প্রতিনিধি

পঞ্চম ধাপে কুষ্টিয়া সদর উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৫৮ জন। গত রোববার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৩ জন প্রার্থিতা প্রত্যাহার করায় ভোটের মাঠে রয়েছেন এ ৫৮ জন।

কুষ্টিয়া সদর উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, হাটশ হরিপুর ইউনিয়নে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন জাসদ মনোনীত প্রার্থী তৈয়ব আলী। এ ইউনিয়নে ৮ জন প্রার্থীর মধ্যে শুধু তিনিই মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

বটতৈল ইউনিয়নে ১১ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে আব্দুল মান্নান মোল্লা, আরিফুল ইসলাম বাবু, এনামুল হক ও আমিরুল ইসলাম মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এঁরা সবাই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করতে চেয়েছিলেন।

আইলচারা ইউনিয়নে ৬ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী খাকছার আলী।

আলামপুর ইউনিয়নে ১০ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন শ্রী সুজন কুমার বিশ্বাস।

হরিনারায়ণপুর ইউনিয়নে ৫ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন স্বতন্ত্র প্রার্থী ফারুক হোসেন। গোস্বামী দুর্গাপুর ইউনিয়নে ৬ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন ৩ জন। এঁরা হলেন স্থানীয় আওয়ামী লীগ নেতা স্বতন্ত্র প্রার্থী ইয়াহিয়া, দবির উদ্দিন, সোহেল রানা।

ঝাউদিয়া ইউনিয়নে ৯ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ৪ জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। তাঁরা হলেন ইমরান হোসেন, কেরামত আলী বিশ্বাস, রাফেজুল ইসলাম ও সাদ আহমেদ। উজানগ্রাম ইউনিয়নে ৯ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ৫ জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। তাঁরা হলেন আবু বক্কর সিদ্দীক, আব্দুল মজিদ, একলাস উদ্দিন, রেহেনা খাতুন, সিরাজুল ইসলাম। মনোহরদিয়া ইউনিয়নে ৬ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী তুহিনুর রহমান মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

পাটিকাবাড়ী ইউনিয়নে ৬ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ২ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। তাঁরা হলেন নাসির উদ্দিন, হাফিজুর রহমান।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ