পঞ্চম ধাপে কুষ্টিয়া সদর উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৫৮ জন। গত রোববার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৩ জন প্রার্থিতা প্রত্যাহার করায় ভোটের মাঠে রয়েছেন এ ৫৮ জন।
কুষ্টিয়া সদর উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, হাটশ হরিপুর ইউনিয়নে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন জাসদ মনোনীত প্রার্থী তৈয়ব আলী। এ ইউনিয়নে ৮ জন প্রার্থীর মধ্যে শুধু তিনিই মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
বটতৈল ইউনিয়নে ১১ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে আব্দুল মান্নান মোল্লা, আরিফুল ইসলাম বাবু, এনামুল হক ও আমিরুল ইসলাম মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এঁরা সবাই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করতে চেয়েছিলেন।
আইলচারা ইউনিয়নে ৬ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী খাকছার আলী।
আলামপুর ইউনিয়নে ১০ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন শ্রী সুজন কুমার বিশ্বাস।
হরিনারায়ণপুর ইউনিয়নে ৫ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন স্বতন্ত্র প্রার্থী ফারুক হোসেন। গোস্বামী দুর্গাপুর ইউনিয়নে ৬ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন ৩ জন। এঁরা হলেন স্থানীয় আওয়ামী লীগ নেতা স্বতন্ত্র প্রার্থী ইয়াহিয়া, দবির উদ্দিন, সোহেল রানা।
ঝাউদিয়া ইউনিয়নে ৯ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ৪ জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। তাঁরা হলেন ইমরান হোসেন, কেরামত আলী বিশ্বাস, রাফেজুল ইসলাম ও সাদ আহমেদ। উজানগ্রাম ইউনিয়নে ৯ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ৫ জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। তাঁরা হলেন আবু বক্কর সিদ্দীক, আব্দুল মজিদ, একলাস উদ্দিন, রেহেনা খাতুন, সিরাজুল ইসলাম। মনোহরদিয়া ইউনিয়নে ৬ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী তুহিনুর রহমান মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
পাটিকাবাড়ী ইউনিয়নে ৬ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ২ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। তাঁরা হলেন নাসির উদ্দিন, হাফিজুর রহমান।