হোম > ছাপা সংস্করণ

জৈন্তাপুরে মাকে পিটিয়ে হত্যা করল ছেলে

জৈন্তাপুর প্রতিনিধি

জৈন্তাপুরে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। নিহতের নাম আয়নব বিবি (৬০)।

এ ঘটনায় পুলিশ অভিযুক্ত আবুল হাসনাতকে (২৪) আটক করেছে। গতকাল রোববার সকালে উপজেলার দরবস্ত ইউনিয়নের উত্তর মহাইল গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, উত্তর মহাইল গ্রামের তজম্মুল আলী তাঁর সম্পত্তি একমাত্র মেয়েকে লিখে দেন। এ নিয়ে তাঁর সঙ্গে বিরোধ বাধে দুই ছেলের।

গতকাল রোববার সকালে আবুল হাসনাত ক্ষিপ্ত হয়ে রড দিয়ে তাঁর মা আয়নব বিবিকে পিটিয়ে আহত করেন। পরিবারের সদস্যরা গুরুতর অবস্থায় তাঁকে জৈন্তাপুর উপজেলা সদরের পপুলার ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম দস্তগীর আহমদের নেতৃত্ব পুলিশ অভিযান চালিয়ে আবুল হাসনাতকে আটক এবং রড উদ্ধার করে। ঘটনাস্থল পরিদর্শন করেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ ও দরবস্ত ইউপির চেয়ারম্যান বাহারুল আলাম বাহার।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম দস্তগীর আহমদ বলেন, ‘সংবাদ পেয়েই হত্যাকারী ছেলেকে আটক করি। হত্যায় ব্যবহৃত রড উদ্ধার করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা দেওয়া হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ