হোম > ছাপা সংস্করণ

সালথায় ৩০ বস্তা সরকারি চাল জব্দ, আটক ১

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের সালথায় একটি গুদাম থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ৩০ বস্তা চাল জব্দ করেছে পুলিশ। গত সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গৌড়দিয়া বাজারের একটি গুদাম থেকে এসব চাল জব্দ করা হয়। এ সময় গুদামের মালিক পারভেজকে আটক করে পুলিশ।

আটক পারভেজ জানান, উপজেলার আটঘর ইউনিয়নের নকুলহাটি বাজারের ডিলার আ. আলিম মোল্যার থেকে এই চাল কিনেছেন।

পারভেজের ছেলে ছাব্বির বলেন, আলীম মোল্লা প্রথমে চালের কিছু স্যাম্পল নিয়ে আমাদের দোকানে আসেন যে তিনি এই ধরনের চাল বিক্রি করবেন। ৩৫ টাকা কেজি দরে ৫০ কেজির ৩০ বস্তা চাল পাঠাবে বলে টাকা নিয়ে যান। রাত ৮টার দিকে চাল পাঠান। বাবা সেগুলো গুদামে রাখেন। রাত ৯টার দিকে পুলিশ এসে গুদাম খুলতে বললে বাবা খুলে দেন। পুলিশ আমার বাবাকে ধরে নিয়ে গেছে এবং ৩০ বস্তা চালও নিয়ে যায়।

অভিযুক্ত আ. আলিম মোল্যার বক্তব্য পাওয়া যায়নি। তবে তাঁর নাতি শাকিল মোল্যা বলেন, উদ্ধারকৃত চাল আমাদের না। ওটা যাঁরা আমাদের থেকে কিনেছেন তাদের। দোকানদার হয়তো তাদের থেকে কিনেছেন। আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে।

উপজেলা খাদ্য কর্মকর্তা ইসমাইল হোসেন বলেন, নকুলহাটি বাজারের ডিলার আলিম মোল্যা কিছু চাল কালোবাজারে বিক্রি করেছে, এমন অভিযোগে থানা-পুলিশ গৌড়দিয়া বাজারে একটি গুদাম থেকে ৩০ বস্তা চাল জব্দ করেছে। তদন্ত করা হচ্ছে এটা খাদ্যবান্ধব চাল কি না।

সালথা থানার ওসি মো. আসিকুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গৌড়দিয়া বাজারের একটি গুদাম থেকে ৩০ বস্তা চাল (সরকারি খাদ্য সিল মারা) উদ্ধার করি। এ সময় পারভেজ নামে ওই দোকানিকে আটক করা হয়। চাল বিতরণের ডিলারকে ধরতে অভিযান চালছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা আখতার বলেন, ঘটনাটি তদন্ত হচ্ছে। রিপোর্ট পেয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ