তিতাস প্রতিনিধি
তিতাস উপজেলার নারান্দিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরিফুজ্জামান খোকা। তিনি এই ইউনিয়নের নারান্দিয়া গ্রামের বাসিন্দা। গতকাল শনিবার বেলা ১১টায় নিজেদের গ্রাম থেকে চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় আসমানিয়া বাজারে বিজয় মিছিল বের করে নারান্দিয়া গ্রামের তাঁর কর্মী-সমর্থকেরা।
নারান্দিয়া গ্রামের জয়নাল আবেদিন (৬৫) বলেন, ‘৫০ বছর পর আমাদের গ্রামের চেয়ারম্যান পেয়েছি।’