হোম > ছাপা সংস্করণ

এবার শ্রীপুরে নৌকার ক্যাম্পে আগুন

গাজীপুরের শ্রীপুরের তেলিহাটি ইউনিয়ন পরিষদে (ইউপি) আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীর দুটি নির্বাচনী অফিসে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে কার্যালয়ের প্লাস্টিকের চেয়ার ও ব্যানার পুড়ে গেছে। গত শুক্রবার রাতে ওই ঘটনা ঘটে বলে জানিয়েছেন নৌকার প্রার্থী আব্দুল বাতেন সরকার।

আব্দুল বাতেন সরকার বলেন, ‘গত শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে স্থানীয় নেতা–কর্মীরা আমাকে আগুন লাগার বিষয়টি জানান। এরপর সাইটালিয়া বাজারের নৈশপ্রহরীর (নাইটগার্ড) সঙ্গে কথা বলে জানতে পারি রাত সাড়ে তিনটার দিকে কয়েকজন যুবক এসে নির্বাচনী অফিসে আগুন ধরিয়ে চলে যায়। এরপর সে চিৎকার শুরু করলে যুবকেরা দ্রুত চলে যায়।’

বাতেন বলেন, ‘স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. ফরিদ আহমদ সরকারের (আনারস প্রতীক) কর্মীরা আমার নির্বাচনী অফিসে আগুন ধরিয়েছে।’

এ বিষয়ে ফরিদ আহমদ সরকার বলেন, ‘আমার কর্মী-সমর্থকেরা এ ধরনের ঘটনা ঘটাতে পারে না। নির্বাচনে আমার পক্ষে গণজোয়ার দেখে আমাকে নির্বাচন থেকে সরানোর জন্য সুপরিকল্পিতভাবে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এ ধরনের নাটক সাজিয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন।’

শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া বলেন, ‘এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

শ্রীপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আল নোমান বলেন, এ বিষয়ে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী একটি লিখিত অভিযোগ করেছেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ