গোপালগঞ্জের কাশিয়ানীতে এক হাজার ইয়াবা ও দুই কেজি গাঁজাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চরপদ্মবিলা গ্রাম থেকে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, উপজেলার চরপদ্মবিলা গ্রামের নজরুল ইসলাম, কুমিল্লার চান্দিনা থানার মাহফুজ মোল্লা ও একই এলাকার মোশারফ হোসেন। তাঁরা সবাই মাদক ব্যবসায়ী বলে অভিযোগ পুলিশের।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মাদ মাসুদ রায়হান বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চরপদ্মবিলা গ্রামের নজরুল ইসলামের বাড়ি অভিযান চালিয়ে এক হাজার ইয়াবা ও দুই কেজি গাঁজা উদ্ধারসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
এ ঘটনায় রাতেই কাশিয়ানী থানার পুলিশের উপপরিদর্শক আলঙ্গীর হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কাশিয়ানী থানায় একটি মামলা দায়ের করেছেন। আটক তিনজনকে আজ শুক্রবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশের ওই কর্মকর্তা।