রাজাকার জঙ্গি জামাতকে ত্যাগ করে স্বচ্ছ রাজনীতিতে আসার আহ্বান জানিয়েছেন জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। গত বুধবার দুপুরে কুষ্টিয়ার মিরপুর উপজেলার মীর আব্দুল করিম কলেজের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘খালেদার পাল্লায় গণতন্ত্রকে মাপবেন না। বিএনপি এক মুখে নির্বাচনের কথা বলে আরেক মুখে সাংবিধানিক সরকার উচ্ছেদ করে অস্বাভাবিক সরকার প্রতিষ্ঠার প্রকল্প গ্রহণ করে।’
উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাসদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম স্বপন, কলেজের অধ্যক্ষ মো. আহসান উল হক খান চৌধুরী, মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহম্মদ আলিসহ আরও অনেকে।