কিশোরগঞ্জের ভৈরবে মো. কামাল মিয়া (৪৫) নামের এক মসজিদের নৈশপ্রহরীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার ভোরে পৌর শহরের ঘোড়াকান্দা এলাকায় নির্মাণাধীন একটি মসজিদের সামনে তাঁর ওপর দুর্বৃত্তরা হামলা করে। পরে গতকাল বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। কামাল মিয়া পৌর শহরের ঘোড়াকান্দা এলাকার বাসিন্দা।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ২৯ জানুয়ারি ঘোড়াকান্দা এলাকায় ভৈরবপুর এলাকার বাসিন্দা উমান মিয়ার সঙ্গে ঘোড়াকান্দার বাসিন্দা ছাত্তার মিয়ার বাড়ির লোকজনের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। এরপর থেকেই উমান দলবল নিয়ে রাতের বেলা প্রতিপক্ষসহ স্থানীয় বাসিন্দাদের বাড়িতে হামলার হুমকি দেন। গত বুধবার ভোরে উমানের লোকজন সাত্তার মিয়ার বাড়িতে হামলা চালিয়ে ফেরার পথে নির্মাণাধীন মসজিদের নৈশ প্রহরী মো. কামাল মিয়াকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। অবস্থা গুরুতর হলে সেখান থেকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বিকেলে তাঁর মৃত্যু হয়।
কামালের ছোট ভাই জামাল মিয়া বলেন, ‘একদল দুর্বৃত্ত আমার বড় ভাইয়ের মাথায় ও পিঠে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তির চাই।’
এ বিষয়ে জানতে চাইলে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা বলেন, ‘সন্ত্রাসীদের হামলায় মসজিদের নৈশ প্রহরী হত্যার ঘটনাটি শুনেছি। এ ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশ অভিযান চলছে।’