ফেনীর ফতেহপুরে অভিযান চালিয়ে ৯৭৫টি ইয়াবা, ৪৬ ক্যান বিয়ারসহ মো. সাইফুল ইসলাম (৩৮) নামের এক যুবককে আটক করেছে র্যাব। গত মঙ্গলবার রাতে মাদকসহ তাঁকে আটক করা হয়।
র্যাব-৭, ফেনী ক্যাম্প জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় র্যাব সদস্যরা ধাওয়া করে সাইফুল ইসলামকে আটক করে। সাইফুল ইসমলাম কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জিকড্ডা গ্রামের বাসিন্দা।
আটক সাইফুলকে তল্লাশি করে ৪৬ ক্যান বিদেশি বিয়ার, ৯৭৫টি ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির ১০ হাজার ৫৫ টাকা উদ্ধার করা হয়।
ফেনী র্যাবের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. জুনায়েদ জাহেদী বলেন, আসামির বিরুদ্ধে মামলা দিয়ে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হবে।