হোম > ছাপা সংস্করণ

নৌকার বিপক্ষে কাজ করলে কঠোর ব্যবস্থা

বদরগঞ্জ প্রতিনিধি

বদরগঞ্জে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নৌকার প্রার্থীদের বিপক্ষে কাজ করলে আওয়ামী লীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জেলার নেতারা।

বদরগঞ্জ সরকারি বালিকা উচ্চবিদ্যালয় মাঠে গত শুক্রবার সন্ধ্যায় আয়োজিত দলের বিশেষ বর্ধিত সভায় এই হুঁশিয়ারি দেন জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ হোসেন এবং সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু।

উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সুবোধ কুমার কুন্ডুর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলে রাব্বি সুইট, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসানুল হক চৌধুরী টুটুল, উপজেলা যুবলীগের আহ্বায়ক হাসান তবিকুর চৌধুরী পলিন প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকেরা অংশ নেন। এ ছাড়া উপজেলার ১০ ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা উপস্থিত ছিলেন।

সভায় স্থানীয় নেতা-কর্মীদের উদ্দেশে বদরগঞ্জ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল বলেন, ‘১০ ইউনিয়নে একাধিক নেতা-কর্মী দলীয় মনোনয়ন চেয়েছিলেন। সেখান থেকে দল ১০ জনকে মনোনয়ন দিয়েছে। এতে অনেকেই অভিমানে বাড়িতে বসে আছেন। আবার কেউ ক্ষোভে স্বতন্ত্র প্রার্থী হয়ে মনোনয়ন দাখিল করেছেন। তাঁদের বুঝিয়ে অভিমান ভাঙাতে হবে এবং যারা ক্ষোভে স্বতন্ত্র প্রার্থী হয়ে মনোনয়ন দাখিল করেছেন আগামী ৬ ডিসেম্বরের মধ্যে হাত-পা ধরে হলেও তাঁদের মনোনয়ন প্রত্যাহারের ব্যবস্থা করতে হবে। এই কাজ উপজেলা নেতাদের করতে হবে। ব্যর্থ হলে তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’

সাধারণ সম্পাদক আরও বলেন, ‘যাঁরা নৌকাকে পরাজিত করার উদ্দেশে নির্বাচন করবেন এবং দলীয় যে নেতা-কর্মীরা নৌকার বিপক্ষে কাজ করবেন, তাঁদের দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হবে।’

সভার প্রধান অতিথি জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ বলেন, ‘দল যাঁকে মনোনয়ন দিয়েছে, সবাইকে জোট হয়ে তাঁর পক্ষে কাজ করতে হবে। কেউ দলীয় প্রার্থীর বিপক্ষে কাজ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ