নীলফামারীর সৈয়দপুরে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের সেচ প্রকল্পের ১০ কেভির তিনটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি গেছে। গত বুধবার গভীর রাতে উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের লক্ষণপুর বালাপাড়া (দোলাপাড়া) এলাকা থেকে ট্রান্সফরমারগুলো চুরি যায়। চুরি যাওয়া ট্রান্সফরমারের আনুমানিক মূল্য দেড় লাখ টাকার বেশি বলে জানা গেছে।
উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শ্রী প্রণোবেশ চন্দ্র বাগচী তিনটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি যাওয়া সত্যতা নিশ্চিত করেছেন।
বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের লক্ষণপুর বালাপাড়া সেচ প্রকল্পের ব্যবস্থাপক মো. হামিদুল হক মণ্ডল জানান, চোর রাত পৌনে একটা থেকে ভোর চারটার মধ্যে বৈদ্যুতিক খুঁটিতে থাকা ১০ কেভির ট্রান্সফরমার খুলে নিয়ে যায়। পরবর্তীতে ঘটনাটি সৈয়দপুর থানা ও বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষকে মৌখিকভাবে অবগত করা হয়েছে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, ট্রান্সফরমার তিনটি চুরি যাওয়ায় ইরি-বোরো সেচ কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি হবে।
সৈয়দপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. খায়রুল আনাম আজকের পত্রিকাকে জানান, এ বিষয়ে এখনো কেউ কিছুই জানাননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।