সরকারি নির্দেশনা অমান্য করে টাঙ্গাইলে দ্রব্যমূল্য বৃদ্ধির দায়ে ৫ দোকানিকে ১৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার সকালে পৌর এলাকার পার্ক বাজারে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রানুয়ারা খাতুন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রানুয়ারা বলেন, সরকারি নির্দেশনা অমান্য করে মানুষের জন্য অতি প্রয়োজনীয় জরুরি পণ্যের দাম বৃদ্ধি করে অতিরিক্ত টাকা নিচ্ছিলেন ব্যবসায়ীরা। এ কারণে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই মুরগি ব্যবসায়ীকে ৭ হাজার টাকা ও তিন মুদি ব্যবসায়ীকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া অন্য ব্যবসায়ীদের এ ধরনের অসদুপায় অবলম্বন থেকে বিরত থাকতে সতর্ক করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অভিযান চালবে।