দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি
ফেনীর দাগনভূঞায় মো. রিয়াজ উদ্দিন (২০) নামের এক যুবককে ৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে বাজারের পৌরসভা গেটসংলগ্ন এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
রিয়াজ উদ্দিন পরশুরাম উপজেলার চিথলিয়ার দক্ষিণ চন্দনা গ্রামের মজুমদার বাড়ির হানিফ মিয়ার ছেলে।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ বলেন, আটক রিয়াজ একজন মাদক ব্যবসায়ী। এ ঘটনায় গতকাল বুধবার দাগনভূঞা থানায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়।