খাগড়াছড়ির রামগড়ে মোবাইল চুরি অভিযোগে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে পৌরসভার সোনাইপুল বাজারে মোবাইল চুরির সময় ধাওয়া করে আবদুর রহিমকে (২৬) আটক করে স্থানীয় বাসিন্দারা।
ঘটনার সময় রহিম উল্যাহ নামে অপর সহযোগী পালিয়ে যান। পরে আটক রহিমকে পুলিশে সোপর্দ করা হয়। আটক আব্দুর রহিম কক্সবাজারে উখিয়ার কুতুপালং ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের নূর মোহাম্মদের পুত্র।
স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান জানান, তিনি সোনাইপুল বাজারে সাপ্তাহিক বাজার করার সময় আটক রহিম তাঁর মোবাইল চুরি করে পালিয়ে যায়। পরে তিনি ও স্থানীয় কয়েকজন ধাওয়া করে তাঁকে আটক করেন।
রামগড় থানা উপপরিদর্শক মজিবুর রহমান জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল থেকে রহিম নামে রোহিঙ্গা যুবককে আটক করেন। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে রোহিঙ্গা ক্যাম্পে হস্তান্তর করা হবে।