জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউপি নির্বাচন ৭ ফেব্রুয়ারি। গত রোববার প্রার্থীরা প্রতীক পাওয়ার পরপরই শুরু হয়েছে প্রচার। নয়টি ওয়ার্ডের অলিগলি পোস্টারে ছেয়ে গেছে।
ইউনিয়নের বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে, ভোটারদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। নিজেদের পছন্দের প্রার্থীর পক্ষে চালাচ্ছেন প্রচার। কর্মী-সমর্থকেরা দল বেঁধে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। প্রার্থীরাও সমর্থন আদায় করতে অংশ নিচ্ছেন পথসভা আর উঠান বৈঠকে। গ্রামের চা দোকানগুলো সরগরম হয়ে উঠেছে।
কর্মী-সমর্থকদের নিয়ে প্রার্থীরা কাকডাকা ভোর থেকে মধ্যরাত পর্যন্ত বিরামহীন ছুটে চলছেন। ভোটারেরাও প্রার্থীদের সময় দিচ্ছেন আর শুভেচ্ছা নিচ্ছেন।