কুমিল্লা মহানগর কৃষক লীগের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মধ্যে বিনা মূল্যে ধানের বীজ বিতরণ করা হয়েছে।
গতকাল রোববার বিকেলে নগরীর নোয়াগাও ২১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ে বীজ বিতরণ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে কৃষক লীগের ২১ নম্বর ওয়ার্ড সভাপতি মো. আবদুস সালাম সেলিম সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন মহানগর কৃষক লীগের আহ্বায়ক মো. খোরশেদ আলম।
এতে বিশেষ অতিথি ছিলেন ২১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি কবির হোসেন ভূঁইয়া, মহানগর কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক কাজী সোহেল হায়দার, মহানগর কৃষক লীগের সদস্য আবদুল হালিম শেখ, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মজুমদার প্রমুখ।