বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ‘সাধারণ মানুষের আস্থা উঠে গেছে সরকারের প্রতি। এ সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না মানুষ। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে সরকার ব্যর্থ হয়েছে। সরকারের দুর্নীতি, লুটপাট, অব্যবস্থাপনা, ভ্রান্তনীতির কারণে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। সরকার জনগণকে বিভ্রান্ত করতে মিথ্যাচার করছে।’
গত শুক্রবার বিকেলে ময়মনসিংহ মহানগর বিএনপির ২২ নম্বর ওয়ার্ড শাখার কর্মীসমাবেশে বটতলা এলাকায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
বিএনপির এই নেতা আরও বলেন, ‘এ সরকারের আমলে পাতি নেতারাও আঙুল ফুলে কলাগাছ হয়েছে। সরকার এবং তাঁর সাঙ্গপাঙ্গরা নিজেদের আখের গোছানো নিয়ে ব্যস্ত। সাধারণ মানুষ বাঁচল কি মরল, তাদের কোনো মাথা ব্যথা নেই। এসবের একদিন দাঁত ভাঙা জবাব দেবে জনগণ।’