নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সব দলের মতামতের ভিত্তিতে নির্বাচন কমিশন পুনর্গঠন করার দাবি জানিয়েছে গণতান্ত্রিক বাম ঐক্য। গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।
গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়ক ও বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক হারুন চৌধুরী বলেন, ‘স্বাধীনতার ৫০ বছর পরও আমাদের স্বাধীন নির্বাচন কমিশনের দাবি করতে হচ্ছে। এ পর্যন্ত যে কয়টি নির্বাচন কমিশন করা হয়েছে, তার বেশির ভাগই ক্ষমতাসীন দলের পক্ষে কাজ করেছে।’
এ অবস্থা থেকে মুক্তির জন্য নির্বাচন কমিশনকে আইন করে স্বাধীন করতে হবে বলে পরামর্শ দেন তিনি।