হোম > ছাপা সংস্করণ

রিটার্নিং কর্মকর্তা হারুনকে ভোটের দায়িত্ব থেকে অব্যাহতি

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

শিবচর উপজেলা নির্বাচন কর্মকর্তা হারুন-অর-রশিদের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ ওঠায় ইউপি নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব থেকে তাঁকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। গত বুধবার নির্বাচন কমিশন সচিবালয়ের এক পত্রে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুর জেলা নির্বাচন কর্মকর্তা মো. মনিরুজ্জামান।

নির্বাচন কমিশনের ওই পত্রে বলা হয়, নির্বাচন কর্মকর্তা হারুন-অর-রশিদের বিরুদ্ধে মাদারীপুরের শিবচরে চতুর্থ ও পঞ্চম ধাপে ইউপি নির্বাচনে প্রার্থীদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ ওঠে। পরে তাঁকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার জন্য গত ৯ ডিসেম্বর মাদারীপুর জেলা নির্বাচন কর্মকর্তা মো. মনিরুজ্জামান স্বাক্ষরিত একটি সুপারিশপত্র ঢাকায় নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠানো হয়। এই সুপারিশের পরিপ্রেক্ষিতে উপজেলা রিটার্নিং কর্মকর্তা হারুনকে ভোটের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় বলে পত্রে জানানো হয়।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, শিবচর উপজেলা নির্বাচন কর্মকর্তা হারুন-অর-রশিদের বিরুদ্ধে এক প্রার্থী লিখিত অভিযোগ করেন। তাই কমিশন তাঁকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার জন্য চিঠি দিয়েছে। দ্রুত সময়ের মধ্যে শিবচরে নতুন কাউকে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব দেওয়া হবে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ