তেজগাঁওয়ে বিশ্ববিদ্যালয়ছাত্র কেশব রায় পাপন মোবাইল রক্ষা করতে গিয়ে খুন হয়েছেন। গতকাল শুক্রবার ঢাকার মহানগর হাকিম বেগম মাহমুদা আক্তারের আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে এ তথ্য জানান তিন আসামি। তারা হলেন জুয়েল, জাহাঙ্গীর ওরফে মুটো জাহাঙ্গীর ও নুরুজ্জামান ওরফে মামুন। এদিকে তুহিন নামে অপর আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
গ্রেপ্তার চার আসামিকে গতকাল আদালতে হাজির করে তিনজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণের আবেদন করেন তদন্ত কর্মকর্তা। একই সঙ্গে তুহিনের পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক দুদিন রিমান্ড মঞ্জুর করেন এবং নিজের খাস কামরায় তিন আসামির জবানবন্দি গ্রহণ করেন।