হোম > ছাপা সংস্করণ

স্বতন্ত্রের সমর্থকদের বাড়িঘর ভাঙচুর

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের কুলিয়ারচরের ফরিদপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে স্বতন্ত্র প্রার্থী মো. মাসুদুর রহমান মুছার সমর্থকদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানের হামলার অভিযোগ উঠেছে নৌকার প্রার্থী এস. এম আজিজ উল্যাহর সমর্থকদের বিরুদ্ধে। গত শুক্রবার রাত সাড়ে দশটার দিকে এই ঘটনা ঘটে।

তবে নৌকার প্রার্থী এস. এম আজিজ উল্যাহ অভিযোগ অস্বীকার করে বলেন, তাঁরা নিজেরাই নিজেদের বাড়িতে হামলা চালিয়েছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে আগামী ২৮ নভেম্বর কিশোরগঞ্জের কুলিয়ারচরের ৬টি ইউপিতে ভোটগ্রহণ হবে। এতে ফরিদপুর ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এস. এম. আজিজ উল্যাহ।

অপরদিকে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে চশমা প্রতীক নিয়ে লড়ছেন মো. মাসুদুর রহমান মুছা। তিনিও উপজেলা আওয়ামী লীগের সদস্য।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, নৌকা মার্কার প্রার্থী এস. এম আজিজ উল্যাহর শতাধিক সমর্থক রাতের আঁধারে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে স্বতন্ত্রপ্রার্থী মো. মাসুদুর রহমান মুছার সমর্থকদের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে এ হামলা চালায়। এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় ১৫ থেকে ২০টি বাড়িঘর ভাঙচুর করা হয়। ফরিদপুর ইউনিয়ন

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম বলেন, নৌকার প্রার্থীকে সমর্থন না করায় তাঁকে গত কয়েক দিন ধরে বিভিন্নভাবে হুমকি-ধমকি দেওয়া হচ্ছিল। শুক্রবার রাত সাড়ে দশটার দিকে প্রায় শতাধিক লোক দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তাঁর বাড়িতে হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর লুটপাট করে।

নৌ বাহিনীর অবসরপ্রাপ্ত নন ক্যাডার অফিসার মো. বুলবুল ইসলাম ভূঁইয়া বলেন, তিনি স্বতন্ত্র প্রার্থী চশমা মার্কার সমর্থক বলে রাতে তাঁর বাড়িতে হামলা চালিয়েছে নৌকার সমর্থকেরা। এ সময় তাঁর বাড়ি ও গ্যারেজে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর চালানো হয়।

মো. রহেম আলী খান নামের আরেক বাসিন্দা বলেন, স্বতন্ত্র প্রার্থী মাসুদুর রহমান মুছা আত্মীয় হওয়ায়, মো. ফজলুর রহমানের বাড়ি ও খামারে শতাধিক লোক ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে হামলা ও ভাঙচুর চালানো হয়। এতে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। হামলার সময় তাঁরা বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন।

এ ঘটনার বিষয়ে জানতে চাইলে নৌকার প্রার্থী এস এম আজিজ উল্যাহ বলেন, ‘আমি আওয়ামী লীগ থেকে মনোনীত প্রার্থী। এ ঘটনাটি স্বতন্ত্র প্রার্থী মুছার সমর্থকেরা নিজেরাই ঘটিয়েছে। নিজেরা নিজেদের বাড়িঘর ভাঙচুর করে আমার সমর্থকদের ওপর দোষ চাপাচ্ছেন। নির্বাচনে লাভবান হতেই তাঁরা এ কাজ করেছেন।’

কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। তবে এ নিয়ে কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেব।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ