একের পর এক সিনেমায় জুটি বাঁধছেন বাপ্পী চৌধুরী ও জাহারা মিতু। তাঁরা প্রথম অভিনয় করেন কাজী হায়াতের ‘জয় বাংলা’ সিনেমায়। সিনেমাটির শুটিং চলাকালে অপূর্ব রানার ‘যন্ত্রণা’য় চুক্তিবদ্ধ হন তাঁরা। সেটির শুটিং শুরু না হতেই শাহীন সুমনের ‘কুস্তিগীর’ নামে আরেক সিনেমার শুটিং শেষ করেন বাপ্পী-মিতু জুটি।
আবারও তাঁরা আরেকটি সিনেমায় জুটি হলেন। বাপ্পী-মিতু জুটির চতুর্থ সিনেমাটির নাম ‘শত্রু’। পরিচালনা করছেন তরুণ নির্মাতা সুমন ধর। ১৫ মার্চ থেকে ‘শত্রু’র শুটিং শুরু করেছেন বলে জানিয়েছেন বাপ্পী চৌধুরী। তিনি বলেন, ‘এ সপ্তাহে টানা শুটিং হবে। ১০ এপ্রিল পর্যন্ত শিডিউল দিয়েছি।’
জানা গেছে, ‘শত্রু’ সিনেমায় বাপ্পীকে দেখা যাবে পুলিশ কর্মকর্তার চরিত্রে। আর মিতু অভিনয় করবেন রাফ অ্যান্ড টাফ, মডার্ন গার্ল চরিত্রে। মিতু জানান, রোমান্টিক থ্রিলার ধাঁচের সিনেমা হবে ‘শত্রু’।
বাপ্পী বলেন, ‘যন্ত্রণা সিনেমার চুক্তির পর ফটোশুট করেছিলাম আমরা। ছবিগুলো আলোচিত হওয়ার পর আমাদের নিয়ে প্রযোজক-পরিচালকেরা বেশি আগ্রহী হচ্ছেন।’