হোম > ছাপা সংস্করণ

টিকা নেওয়ার শর্তে পর্যটকদের জন্য দ্বার খুলল ভারত

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার পর গত বছরের প্রথম দিকে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করে দেয় ভারত। পরে তা খুলে দেওয়া হলেও শর্ত দেওয়া হয় বাধ্যতামূলক কোয়ারেন্টিনের। তবে এবার বাংলাদেশসহ বিশ্বের ৯৯টি দেশের নাগরিকদের জন্য কোয়ারেন্টিন ছাড়াই ভ্রমণসেবা চালু করেছে দেশটি। গত সোমবার থেকে করোনা সনদ দেখিয়ে ভারতে প্রবেশের অনুমতি পাচ্ছেন পর্যটকেরা।

স্থানীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ৯৯টি দেশের পূর্ণ ডোজ টিকা নেওয়া ভ্রমণকারীদের ভারতে গিয়ে আর কোয়ারেন্টিনে থাকতে হবে না। তবে ভারতে পৌঁছানোর পর প্রথম ১৪ দিন স্বাস্থ্য পর্যবেক্ষণে থাকতে হবে। তালিকায় রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস ও রাশিয়াও। ভ্রমণের আবেদন করতে হলে লাগবে পূর্বের ৭২ ঘণ্টার মধ্যে করা করোনার নেগেটিভ সনদ। এয়ার-সুবিধা পোর্টালে (newdelhiairport.com) পূরণ করতে হবে বিশেষ ফরম।

জাতীয়ভাবে অথবা বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত টিকার পূর্ণ ডোজ গ্রহণকারীদের সনদের স্বীকৃতির ক্ষেত্রে যেসব দেশের সঙ্গে ভারতের পারস্পরিক চুক্তি রয়েছে এবং যারা ভারতীয় নাগরিকদের ছাড় দিচ্ছে, সেসব দেশের ভ্রমণকারীদেরও একই সুবিধা দেবে ভারত। তবে ‘ঝুঁকি’ হিসেবে উল্লেখ করা দেশ থেকে ভ্রমণ করলে বাড়তি কিছু নিয়ম মানতে হবে। এর মধ্যে রয়েছে করোনা পরীক্ষা করানো। এ তালিকায় আছে ব্রিটেন, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, চীন, নিউজিল্যান্ড, সিঙ্গাপুর ও বাংলাদেশ। তবে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও অস্ট্রেলিয়ার মতো ‘এ’ ক্যাটাগরিতে থাকা দেশগুলোর পর্যটকদের কোনো শর্তই মানার প্রয়োজন পড়বে না।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ