কমলগঞ্জ উপজেলার নয়টি ইউনিয়নে আর্সেনিক ঝুঁকি নিরসনে প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা অডিটোরিয়ামে আর্সেনিক পরীক্ষকদের এ প্রশিক্ষণ দেওয়া হয়।
মৌলভীবাজার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সুজন সরকার এতে সভাপতিত্ব করেন। এর উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক রফিকুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম তালুকদার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান প্রমুখ।
এনজিও ফোরাম ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে আর্সেনিক ঝুঁকি নিরসন প্রকল্পের আওতায় কমলগঞ্জের ৯টি ইউনিয়নে নলকূপের আর্সেনিক পরীক্ষা শুরু হবে। সঙ্গে প্রতিটি ইউনিয়নে ২ হাজার ৫০০ নলকূপের পানির উৎস পরীক্ষা করা হবে। ইউনিয়ন পর্যায়ে ছয়জন করে পরীক্ষক দেওয়া হবে বলে সভায় জানানো হয়।