চট্টগ্রামের আনোয়ারায় আমন ধান কাটা শুরু হয়েছে। নতুন ধানে পিঠা-পুলির উৎসবে অপেক্ষায় প্রতিটি গ্রামে। চলতি মৌসুমে উপজেলায় ৭ হাজার ৪৮৫ হেক্টর জমিতে আমনের চাষ হয়েছে। ফলও হয়েছে ভাল। এতে ২১ হাজার ৯৭০ মেট্রিক টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা রমজান আলী।
আনোয়ারা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি আমন মৌসুমে উপজেলার ১১ ইউনিয়নে আমন ধানের চাষ হয়েছে। এর মধ্যে বরুমচড়া, বারখাইন, হাইলধর, জুঁইদণ্ডী, বটতলী, রায়পুর ইউনিয়নে আমনের ফলন ভালো হয়েছে।
শোলকাটা গ্রামের কৃষক মো. মহি উদ্দীন বলেন, এ বারের আমন মৌসুমে তিনি ৪ একর জমিতে সাহেব চিকন, বিন্নি, কালো জিরা, হাই ব্রিড এরাইজ-৭০০৬, ধানী গোল্ড-এসিআই, আমন চাষ করেছেন। এ মৌসুমে ধানের ফলনও ভালো হয়েছে। ধান কাটা শুরু করেছেন। সহযোগিতার জন্য উপজেলা কৃষি বিভাগকে ধন্যবাদ জানান তিনি।
আনোয়ারা কৃষি অফিসের উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. সরওয়ার আলম বলেন, চলতি আমন মৌসুমে উপজেলার ১১ ইউনিয়নে হাই ব্রিড এরাইজ-৭০০৬, ধানী গোল্ড-এসিআই, বিআর ১০, ১১, ২২, ২৩; ব্রি ধান ৩২,৩৩, ৩৯, ৪৪, ৪৬,৪৯, ৫১, ৫২, ৬২, ৭১, ৭২, ৭৫, ৭৬,৭৮, ৮০,৮৭, ৮৮; বিনা ধান ১১, ১৬, ১৭,২০, ২২, ২৩; রাই চিকন, সাহেব চিকন, লাল মতি, বিন্নি, কালো জিরা, ও কুমড়া বৈলাম ধানের চাষ করা হয়েছে। ধানের ফলনও বেশ ভালো হয়েছে। ইতিমধ্যে বিভিন্ন গ্রামে ধান কাটা শুরু হয়েছে।