ছিনতাইয়ের নাটক সাজিয়ে ৩২০ বস্তা চিনি আত্মসাতের অভিযোগে এক ট্রাকচালক ও তাঁর সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। সেই সঙ্গে অভিযুক্তদের স্বীকারোক্তি মোতাবেক ১৭৯ বস্তা চিনি উদ্ধার করা হয়েছে।
গতকাল বুধবার মিঠাপুকুর সদর বাজারের মমিনুল ইসলামের গুদাম থেকে এই চিনি উদ্ধার করা হয়।
ট্রাকচালক নাজমুল হক ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার লাহিড়ীপাড়া এবং সহযোগী ইব্রাহীম মিয়া শেরপুরের শ্রীবরদী থানার দস্তিপাড়া গ্রামের বাসিন্দা।
মিঠাপুকুর থানা-পুলিশ ও চিনির মালিকের সূত্রে জানা গেছে, গত ২০ নভেম্বর চন্দ্রপুরি ট্রান্সপোর্টের ট্রাকের মাধ্যমে নরসিংদী থেকে চিনির বস্তাগুলো ঠাকুরগাঁও পাঠানো হয়। কিন্তু নির্দিষ্ট সময়ে চিনি ঠাকুরগাঁও না পৌঁছালে পণ্যের মালিক হোসাইন জাকারিয়া যোগাযোগ করলে তাঁকে জানানো হয়, ট্রাক গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাটে ছিনতাইয়ের শিকার হয়েছে। অভিযুক্ত দুজন নিজেরাই ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রে গিয়ে ছিনতাইয়ের ঘটনা জানান।
এই খবর পেয়ে হোসাইন জাকারিয়া পুলিশ তদন্ত কেন্দ্রে গিয়ে ট্রাকচালক ও তাঁর সহযোগীর সঙ্গে দেখা করেন। এ সময় তাঁদের কথাবার্তা সন্দেহজনক মনে হলে কেন্দ্রের ইনচার্জ সিরাজুল ইসলামের জিজ্ঞাসাবাদে আসল ঘটনা বেরিয়ে আসে।
এ ঘটনায় চালকের সহযোগী ইব্রাহীমকে নিয়ে মঙ্গলবার রাতে মিঠাপুকুর বাজারে অভিযান চালিয়ে ১৭৯ বস্তা চিনির খোঁজ পাওয়া যায়। পরে গতকাল হোসাইন জাকারিয়া চিনির মালিকানা দাবি করে দুজনের নামে মিঠাপুকুর থানায় মামলা করেন। মামলার পর পুলিশ চিনি উদ্ধার করে।
মিঠাপুকুর থানার পুলিশ দর্শক (তদন্ত) জাকির হোসেন বলেন, চিনি আত্মসাতের ঘটনায় মামলা হয়েছে এবং চালক ও তাঁর সহযোগী গ্রেপ্তার হয়েছেন।