কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় বিশেষ অভিযানে গাঁজাসহ শেফালী বেগম (৪০) নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টায় উপজেলার শেখ হাসিনা ধরলা সেতু এলাকায় ফুলবাড়ি-বড়বাড়ি সড়ক থেকে তাঁকে আটক করে কুড়িগ্রামের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তাঁকে বহনকারী অটোরিকশা তল্লাশি করে গাঁজা জব্দ করা হয়।
আটক ওই নারী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের গোরকমন্ডপ গ্রামের বাসিন্দা। তাঁর বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মামলা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয়ের পরিদর্শক জান্নাতুল ফেরদৌস বলেন, ‘আটক ওই নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।’
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব কুমার রায় বলেন, ‘তাঁকে আদালতে পাঠানো হয়। আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’