হোম > ছাপা সংস্করণ

ছাত্রীকে উত্ত্যক্ত করায় প্রধান শিক্ষক বহিষ্কার

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের কোটালীপাড়ায় এক ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে এক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে সাময়িকভাবে বহিষ্কার ও ওই বিদ্যালয় থেকে প্রত্যাহার করা হয়েছে। উপজেলার ২২ নম্বর শৌলদহ মুশুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গুরুদাস মিস্ত্রী দীর্ঘদিন ধরে ওই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিল বলে অভিযোগ।

গুরুদাস মিস্ত্রীকে সাময়িকভাবে বহিষ্কার ও বিদ্যালয় থেকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা শিক্ষা কর্মকর্তা অরুণ কুমার ঢালী। শিক্ষক গুরুদাস মিস্ত্রী উপজেলার রামশীল ইউনিয়নের মুশুশিয়া গ্রামের ভদ্রকান্ত মিস্ত্রীর ছেলে।

জানা গেছে, গত বৃহস্পতিবার গুরুদাস মিস্ত্রী ওই ছাত্রীকে ছুটির পর বিদ্যালয়ে থাকতে বলেন। এরপর তিনি ওই ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা করেন। এ সময় ওই ছাত্রী দৌড়ে বাড়ি গিয়ে বিষয়টি তাঁর মাকে বলেন। ওই ছাত্রীর মা গতকাল শনিবার এলাকার মহিলাদের নিয়ে বিদ্যালয়ে এসে গুরুদাস মিস্ত্রীকে মারধরে করে লাইব্রেরিতে আটকে রাখেন। খবর পেয়ে কোটালীপাড়া থানা-পুলিশ ও উপজেলা শিক্ষা কর্মকর্তা অরুণ কুমার ঢালী ঘটনাস্থলে গিয়ে ওই শিক্ষককে উদ্ধার করেন।

উপজেলা শিক্ষা কর্মকর্তা অরুণ কুমার ঢালী বলেন, তিনি ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পেয়ে সঙ্গে সঙ্গে ওই শিক্ষককে সাময়িকভাবে বহিষ্কার ও ওই বিদ্যালয় থেকে প্রত্যাহার করেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে গুরুদাস মিস্ত্রীর বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ওই ছাত্রীর মা বলেন, 'গুরুদাস মিস্ত্রী আগেও এই বিদ্যালয়ে এ ধরনের আরও কয়েকটি ঘটনা ঘটিয়েছেন। আমরা তাঁর শাস্তি চাই।'

অভিযুক্ত গুরুদাস মিস্ত্রী বলেন, এটি তাঁর বিরুদ্ধে একটি ষড়যন্ত্র।

কোটালীপাড়া থানার ওসি (তদন্ত) মো. জাকারিয়া বলেন, তাঁরা ঘটনাটি জানার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যান। শিক্ষক গুরুদাস মিস্ত্রীকে সাময়িকভাবে বরখাস্ত ও ওই বিদ্যালয় থেকে প্রত্যাহার করা হয়েছে। এ বিষয়ে ওই ছাত্রীর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ