হোম > ছাপা সংস্করণ

বুড়িমারী স্থলবন্দর বন্ধ থাকবে ৭ দিন

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী স্থল শুল্ক স্টেশন ও স্থলবন্দর ৯ থেকে ১৫ জুলাই বন্ধ থাকবে। পবিত্র ঈদুল আজহা ও সাপ্তাহিক ছুটি উপলক্ষে এই বন্ধ চলবে।

এ সময় সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে বলে শুল্ক স্টেশন ও স্থলবন্দর কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। তবে ইমিগ্রেশন পুলিশের অভিবাসন চৌকি খোলা থাকবে। পাসপোর্টধারী যাত্রীরা স্বাভাবিকভাবে চলাচল করতে পারবেন।

সূত্র জানায়, বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন ও স্থলবন্দর আমদানি-রপ্তানি গ্রুপ ১০ জুলাইয়ের ঈদ উপলক্ষে ৯ থেকে ১৪ জুলাই এবং সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার ১৫ জুলাই সব ব্যবসায়িক কার্যক্রম বন্ধ রাখবে।

সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন জানায়, সাত দিন আমদানি-রপ্তানিসহ সব ব্যবসায়িক কার্যক্রম বন্ধ রাখার ব্যাপারে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সংক্রান্ত চিঠি বিভিন্ন দপ্তরে দেওয়া হয়েছে।

অ্যাসোসিয়েশনের সভাপতি ছায়েদুজ্জামান ছায়েদ বলেন, ‘১৬ জুলাই শনিবার থেকে যথানিয়মে আবারও আমদানি-রপ্তানিসহ সব ব্যবসায়িক কার্যক্রম চালু হবে।’

স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও বুড়িমারী অভিবাসন চৌকি হয়ে পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক নিয়মে চালু থাকবে।

এ ব্যাপারে বুড়িমারী স্থল শুল্ক স্টেশন কাস্টমসের সহকারী কমিশনার (এসি) জে এম আলী আহসান বলেন, ‘সিঅ্যান্ডএফ এজেন্ট, আমদানি-রপ্তানিকারক, সাধারণ ব্যবসায়ী ও পরিবহনে নিযুক্ত ব্যক্তিরা কাজ বন্ধ রাখলে এমনিতেই স্থল শুল্ক স্টেশন ও বন্দরে কাজ থাকে না। তবে সরকারি নিয়ম অনুযায়ী আমাদের কাস্টমস কার্যালয় খোলা থাকবে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ