বুড়িচংয়ে সপ্তম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনা ঘটেছে। এ সময় প্রতিপক্ষ প্রার্থীর লোকজন হামলা চালিয়ে ৮টি বাড়ি, ২টি দোকান ও একটি গোডাউন ভাঙচুর করেছেন বলে অভিযোগ উঠেছে। হামলায় দুই নারীসহ ৩ জন আহত হয়েছেন।
গত সোমবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার শাহদিলাবাগ এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, নির্বাচনের ফলাফল পাওয়ার পর উপজেলার মোকাম ইউপির ৭ নম্বর ওয়ার্ডের মোরগ প্রতীকের পরাজিত প্রার্থী আবুল হাসেম তাঁর দলবল নিয়ে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে অপর পরাজিত পানির পাম্প প্রতীকের প্রার্থী আল আমিন সর্দার, এজেন্ট কবির হোসেন, তাঁর চাচা আবদুল করিম, মনির হোসেন, আবুল কাশেমের বাড়িতে হামলা চালান।
হামলায় ওই এলাকায় মৃত আলী মিয়ার ছেলে খোরশেদ আলম, প্রার্থীর বোন জ্যোৎস্না আক্তার, বোনের মেয়ে সুমাইয়া আক্তার আহত হন।
আল আমিন সর্দার অভিযোগ করে বলেন, ‘আবুল হাসেম তাঁর পরাজয়ে আমাকে দোষী করে তাঁর নেতৃত্বে এরশাদ, রাশেদ, খালেক, নাসির, মাহফুজ, কবির, ইব্রাহিম, বাবুল, ফয়সাল, আতিকুর রহমান, বাসারসহ শতাধিক লোকজন নিয়ে হামলা চালান।’ এ বিষয়ে অভিযুক্ত আবুল হাসেম বলেন, ‘আমি কেন্দ্রে থাকা অবস্থায় হামলার খবর শুনতে পাই। আমি এ হামলার সঙ্গে জড়িত নই। ওই প্রার্থী পরাজিত হয়ে নিজেদের বাড়ি–ঘর ভাঙচুর করে আমার ওপর দোষ চাপাচ্ছেন।’