নরসিংদী প্রতিনিধি
ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনের চতুর্থ ধাপে ভোটগ্রহণ হবে আগামী ২৩ ডিসেম্বর। ওইদিন নরসিংদী জেলার দুই উপজেলার ১১ ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। গতকাল বুধবার নির্বাচন কমিশনের বৈঠকে এই নির্বাচনের তফসিল চূড়ান্ত করা হয়।
যেসব ইউপিতে ভোটগ্রহণ হবে সেগুলো হলো, পলাশ উপজেলার চরসিন্ধুর ও জিনারদী এবং মনোহরদী উপজেলার লেবুতলা, চালাকচর, চন্দনবাড়ি, বড়চাপা, কাচিকাটা, শুকুন্দি, দৌলতপুর, একদুয়ারিয়া ও গোতাশিয়া ইউপি।