নারায়ণগঞ্জে বকেয়া বেতনের দাবিতে কুনতং অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকেরা বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছেন। গতকাল বুধবার দুপুরে শহরের প্রেসক্লাবের সামনে এই বিক্ষোভ করেন তাঁরা।
সমাবেশে আবু নাঈম খান বিপ্লব নামের একজন জানান, অ্যাপারেলস কর্তৃপক্ষ গত বছরের ১২ সেপ্টেম্বর কারখানাটি লে-অফ ঘোষণা করে। বেপজা আইন লঙ্ঘন করে অতিরিক্ত আরও তিন মাস লে-অফ করে রাখে। চলতি বছরের জানুয়ারি মাসের শেষ সপ্তাহে এসে কর্তৃপক্ষ জানায়, কারখানাটি চলতি বছরের ১ জানুয়ারি থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে।
বিল্পব আরও জানান, শ্রমিকেরা গত বছরের ডিসেম্বরের বকেয়া বেতনের জন্য কারখানায় গেলে পুলিশ ও সন্ত্রাসীরা শ্রমিকদের মারধর করে আহত করে। এই বছরের ফেব্রুয়ারি মাসে শ্রমিকদের প্রাপ্য বকেয়ার মাত্র ৩৬ শতাংশ পরিশোধ করা হয়েছে। বেপজা কর্তৃপক্ষ থেকে বলা হয়, অবশিষ্ট ৬৪ শতাংশ বকেয়া অচিরেই পরিশোধ করা হবে, কিন্তু ১০ মাস পেরিয়ে গেলেও তা পরিশোধ করা হয়নি।
সমাবেশে কারখানার শ্রমিক মঞ্জু আরার সভাপতিত্বে আরও বক্তব্য দেন গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের জেলা সভাপতি সেলিম মাহমুদ, রি-রোলিং স্টিল মিল শ্রমিক ফ্রন্টের জেলা সম্পাদক এস এম কাদির, গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সম্পাদক সাইফুল ইসলাম শরীফ প্রমুখ।
সমাবেশ শেষে নেতৃবৃন্দ কারখানার শ্রমিকদের নিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল করেন।