হোম > ছাপা সংস্করণ

ঢাকা-১৯: নৌকার জেতা কঠিন হবে বলছেন আ.লীগ নেতারাই

অরূপ রায়, সাভার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনে ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে আওয়ামী লীগের প্রার্থী এনামুর রহমান এবং দুই স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম ও তালুকদার তৌহিদ জং মুরাদের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন ভোটাররা।

সাভারের সাধারণ ভোটার ও নেতা-কর্মীদের অনেকেই মনে করছেন, এমপি এনামুর রহমান তাঁর প্রতিশ্রুতির অনেক কাজ করতে পারেননি। তা ছাড়া বিরোধী নেতা-কর্মীদের মধ্যেও ক্ষোভ রয়েছে। এ কারণে অনেকে দুই স্বতন্ত্র প্রার্থীর দিকে ঝুঁকে পড়েছেন।

এনামুর রহমান দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। তালুকদার তৌহিদ জং মুরাদ নবম জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সাইফুল ইসলাম সাভারের আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন।

সাভার থানা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলা বলেন, গত ১০ বছরে কারা কী করেছেন সেই সব বিবেচনা করেই ভোটাররা সিদ্ধান্ত নেবেন। সেই দিক থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিজয়ী হওয়া অনেকটাই কষ্টকর।

তবে দ্বিমত পোষণ করে আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ফারুক হাসান তুহিন বলেন, নেতা-কর্মীরা তিন ভাগে বিভক্ত হয়ে পড়লেও আওয়ামী লীগের ভোটারদের মধ্যে কোনো বিভক্তি নেই। তাঁরা ৭ জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকেই বিজয়ী করবেন।

এদিকে নৌকার প্রার্থী এনামুর রহমান গত বৃহস্পতিবার বিকেলে সাভার সদর ইউনিয়নে এক অনুষ্ঠানে বলেন, ‘আমি যখন সংসদ সদস্য নির্বাচিত হই, তখন সাভার ছিল একটি বিধ্বস্ত নগরী। গত ১০ বছরে ব্যাপক উন্নয়নের মধ্য দিয়ে এই এলাকার আমূল পরিবর্তন হয়েছে। তাই ভোটাররা আমাকেই ভোট দিয়ে নির্বাচিত করবেন।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ