বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের বিরুদ্ধে মাদকের মামলা নিয়ে এবার দেশটির ক্ষমতাসীন বিজেপিকে কটাক্ষ করেছেন মহারাষ্ট্রের মন্ত্রী এনসিপির জ্যেষ্ঠ নেতা ছাগন ভুজবল। গত শনিবার সমতা পরিষদ-এনসিপির এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘শাহরুখ বিজেপিতে যোগ দিলে মাদক হবে চিনির গুঁড়া’। সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
২ অক্টোবর মুম্বাইয়ের একটি প্রমোদতরিতে অভিযান চালায় ভারতের কেন্দ্রীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি)। সুপারস্টার শাহরুখের ছেলে আরিয়ানসহ কয়েকজনকে আটক করা হয়। পরে তাঁদের মাদকের মামলায় গ্রেপ্তার দেখানো হয়।