সিরাজগঞ্জের তাড়াশে ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি পদ থেকে মো. জয়নুল আবেদীন খান স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছেন। পদত্যাগের কারণ হিসেবে তিনি ব্যক্তিগত সমস্যা দেখিয়েছেন। তিনি পঞ্চম ধাপেরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশী ছিলেন।
গতকাল বুধবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ পদত্যাগ পত্র জমা দেন। পদত্যাগ পত্রটি গ্রহণ করেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক স্বপন দাস। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার।
তালম ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি পদ থেকে অব্যাহতি নেওয়া মো. জয়নুল আবেদীন খান বলেন, ‘দীর্ঘ দিন ধরে তালম ইউনিয়নের সহসভাপতির দায়িত্ব পালন করে আসছি। কিন্তু বর্তমানে ব্যক্তিগত সমস্যার কারণে ওই ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতির পদ থেকে অব্যাহতি নিয়েছি।’