হোম > ছাপা সংস্করণ

ভিডিও ফাঁসের ভয় দেখিয়ে চাঁদাবাজি যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে ছবি ও ভিডিওর মাধ্যমে প্রতারণা করে লাখ লাখ টাকার চাঁদাবাজির অভিযোগে ফয়সাল আহমদ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে লক্ষ্মীপুর পৌরসভার আবিরনগর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় গতকাল দুপুরে তাঁকে আসামি করে পর্নোগ্রাফি ও তথ্যপ্রযুক্তি আইনে সদর থানায় এক নারী মামলা করেন।

ফয়সাল আহমদ কমলনগর উপজেলার চরফলকন এলাকার বাসিন্দা। ফয়সাল ইতিমধ্যে কয়েকটি বিয়ে করেছে বলে জানা গেছে। বর্তমানে তাঁর ৩ স্ত্রী রয়েছে। তাঁরা স্বামী ফয়সালের বিচার দাবি করেন।

এদিকে পুলিশ ও ভুক্তভোগী নারীরা জানান, দীর্ঘদিন ধরে ফয়সাল আহমদ নারীদের বিয়ের প্রলোভন দিয়ে বিভিন্ন বাসায় নিয়ে যেত। পরে তাঁদের সঙ্গে তিনি শারীরিক সম্পর্ক করতেন। একপর্যায়ে গোপনে ওই নারীদের অন্তরঙ্গ মুহূর্তের ছবি ও ভিডিও মোবাইলে ধারণ করে রাখত। পরে ব্ল্যাকমেইল করে একসময় একেক পুরুষকে ডেকে ওই নারীদের অনৈতিক কাজ করতে বাধ্য করত। এ ভিডিও নিয়ে চাঁদাবাজি করতেন। টাকা না দিলে ছবি ও ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয়ভীতি ও হুমকি-ধমকি দিতেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে ওই এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে দুই নারীসহ ফয়সালকে গ্রেপ্তার করা হয়। ফয়সাল আহমদ একজন প্রতারক। এরকম ২০-২৫ নারীর সঙ্গে ব্ল্যাকমেইল করা হয়েছে বলে প্রাথমিকভাবে সত্যতা পাওয়া গেছে। তাঁর সঙ্গে জড়িতদেরও চিহ্নিত করে গ্রেপ্তার করা হবে। সে অনুযায়ী মামলার প্রস্তুতি চলছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ