হোম > ছাপা সংস্করণ

শক্তি পরীক্ষার ঘুষিতে প্রাণ হারায় শিশু

প্রতিনিধি, সাভার

আশুলিয়ায় নিখোঁজ থাকার চার দিন পর গত রোববার মরদেহ উদ্ধার হয় মাদ্রাসাছাত্র রবিউল ইসলামের। এ হত্যাকাণ্ডের রহস্য উম্মোচন ও অভিযুক্তকে আটক করেছে আশুলিয়া থানা-পুলিশ। গত মঙ্গলবার বিকেলে অভিযুক্ত আল-আমিন খান (১৫) ওরফে আমিনকে আটক করা হয়। গতকাল বুধবার তাকে আদালতে পাঠানো হয় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে সে। পরে তাকে গাজীপুরের টঙ্গীর কিশোর সংশোধনাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

আল-আমিন তার মা ও নানির সঙ্গে আশুলিয়ার দূর্গাপুরের মুন্সীপাড়ায় ভাড়া থাকে। সে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। তার মা ও নানি দুজনেই পোশাক কারখানায় চাকরি করেন।

গতকাল বুধবার আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা, আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আল-মামুন কবির।

হত্যাকারীর বরাত দিয়ে পুলিশ জানায়, গত ৯ সেপ্টেম্বর তাদের বাসায় খেলতে আসে রবিউল। খেলার ছলে নিজেদের মধ্যে শক্তি পরীক্ষা করতে গিয়ে রবিউলের মাথায় ঘুষি মারে আল-আমিন। ঘুষি খেয়ে মাথায় দেয়ালের আঘাত লেগে মারা যায় রবিউল। পরে কাউকে কিছু না বলে রবিউলের লাশ নিজেদের ভাড়া বাড়ির সিঁড়ির নিচে রেখে দেয় সে।

গত রোববার লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে রবিউলের লাশ খুঁজে পায় বাড়ির মালিক ও প্রতিবেশীরা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে তদন্ত শুরু করে। সন্দেহভাজন সবাইকে জিজ্ঞাসাবাদ করার সময় হত্যাকারীকে ২৪ ঘণ্টার মধ্যেই শনাক্ত করতে সক্ষম হয় পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা, এসআই আল-মামুন কবির বলেন, আল-আমিন ঘটনার পর থেকে অনুশোচনায় ভুগছিল। মঙ্গলবার আল-আমিনকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে সব ঘটনা জানায়। রবিউলের লাশ সিঁড়ির নিচে রেখে কার্টন ও পুরোনো প্যান্ট দিয়ে ঢেকে দিয়েছিল সে। বুধবার তাঁকে আদালতে প্রেরণ করা হলে সে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়। আদালত তাঁকে কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দিলে তাকে সেখানে হস্তান্তর করা হয়েছে।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার সকালে নিখোঁজ হন আশুলিয়ার দূর্গাপুর এলাকার রিকশাচালক সুমন মিয়ার ছেলে রবিউল ইসলাম। এ ঘটনায় সুমন মিয়া আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এর তিন দিন পরে গত রোববার দুপুরে আশুলিয়ার দূর্গাপুর মুন্সীবাড়ি এলাকার একটি বাড়ির বাড়ির সিঁড়ির নিচ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ