হোম > ছাপা সংস্করণ

বন্দরকে গতিশীল করার উদ্যোগ

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি 

আমদানি-রপ্তানি বাণিজ্য গতিশীল করতে পণ্য আমদানি-রপ্তানিকারক ও ব্যবহারকারীদের সঙ্গে মতবিনিময় সভা করেছে মোংলা বন্দর কর্তৃপক্ষ। বন্দর কর্তৃপক্ষের সভাকক্ষে গত বুধবার বিকেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা এতে সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে বন্দরের সদস্য (অর্থ), সদস্য (উন্নয়ন), পরিচালক (প্রশাসন), হারবার মাস্টার, প্রধান প্রকৌশলী (যান্ত্রিক ও তড়িৎ), প্রধান অর্থ ও হিসাব রক্ষণ কর্মকর্তা, প্রধান নিরাপত্তা কর্মকর্তা, সহ বন্দরের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমুদ্র বাণিজ্যের দূরদর্শিতার সানে রেখে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার এ বন্দরের উন্নয়নে নানামুখী পদক্ষেপ নিয়েছে।

তিনি আরও বলেন, এ বন্দর কোভিড-১৯ এর প্রাদুর্ভাবের সময়েও অতীতের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ জাহাজ ও কার্গো হ্যান্ডেলিং করে বন্দরের রাজস্ব আয়ের নতুন দিগন্ত উন্মোচন করেছে। এ সময় মোংলাকে আন্তর্জাতিক বন্দরে পরিণত করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বানও জানান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা।

সভায় আরও উপস্থিত ছিলেন ডেপুটি কাস্টমস কমিশনার, যুগ্ম-কমিশনার, ব্যবস্থাপক (বাণিজ্যিক) ইপিজেড, সোনালী ব্যাংক ও জনতা ব্যাংক মোংলা বন্দর শাখার ব্যবস্থাপক, বিএডিসির যুগ্মপরিচালক প্রমুখ।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ