নির্মাতা গিয়াস উদ্দীন সেলিমের সিনেমায় অভিনয় করার ইচ্ছা ছিল মিথিলার। সেলিমও জানতেন সে কথা। তাই ‘কাজল রেখা’র কাস্টিং করার সময় মাথায় রেখেছিলেন মিথিলার নাম। বেশ আগে ‘কাজল রেখা’র গল্প নিয়ে যখন আলোচনা হয়, তখন মিথিলা নায়িকার চরিত্র নয়, নেতিবাচক চরিত্রটিই পছন্দ করেছিলেন। ‘কাজল রেখা’য় কঙ্কণ দাসী তাঁর নাম।
মৈমনসিংহ গীতিকার এই গল্পের বয়স প্রায় ৪০০ বছর। এত পুরোনো গল্প নিয়ে সিনেমা বানানো বেশ ব্যয়সাপেক্ষ। চরিত্রের লুক, লোকেশন, পোশাক, সেট—এসবে নিখুঁতভাবে পুরোনো সময়টি ফুটিয়ে তুলতে গেলে বড় আয়োজন লাগে। ‘কাজল রেখা’ করতে গিয়ে গিয়াস উদ্দীন সেলিম তাই অর্থসংকটে পড়ে কয়েকবার পিছিয়ে আসতে বাধ্য হয়েছিলেন। সরকারি অনুদান পাওয়া সিনেমাটি অবশেষে শুটিংয়ের মুখ দেখল। নেত্রকোনার দুর্গাপুরে বর্তমানে ‘কাজল রেখা’র শুটিং চলছে। পর্দার কঙ্কণ দাসী হতে মিথিলা তাই এখন আছেন সেখানেই। এর আগে দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিয়েছেন অভিনেত্রী।