স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, চিকিৎসক, নার্স, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ও টেকনোলজিস্টসহ স্বাস্থ্যে শিগগিরই আরও ২০ হাজার নিয়োগ আসছে। তিনি বলেন, ‘স্বাস্থ্যে আমার সময় যে নিয়োগ হয়েছে, দেশের ইতিহাসে এত নিয়োগ আগে কখনো হয়নি। সবচেয়ে বেশি নার্স, চিকিৎসক আমার সময়ে নিয়োগ হয়েছে, সবচেয়ে বেশি পদোন্নতি আমার সময়ে হয়েছে।’
গতকাল বাংলাদেশ মেডিসিন সোসাইটির আয়োজনে নতুন ইন্টার্নদের জন্য অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, ১৫ হাজার চিকিৎসক ও ২০ হাজার নার্স একবারে নিয়োগ হয়েছে—এই ইতিহাস স্বাস্থ্য মন্ত্রণালয়ে আর নেই। স্বাস্থ্যে আরও নতুন নিয়োগ আসছে। ৪ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়ায় আছে। নতুন করে আরও ৮ হাজার নার্স নিয়োগ দেওয়া হবে।
মন্ত্রী বলেন, ক্যানসার, কিডনি, হার্ট, ডায়াবেটিসের মতো অসংক্রামক রোগের কারণেই দেশের মানুষের খরচ খুব বেশি বেড়েছে। দেশের ৮ বিভাগে ৮টি উন্নতমানের ক্যানসার, কিডনি ও লিভার চিকিৎসার হাসপাতাল নির্মাণ করা হচ্ছে।